হোম > সারা দেশ > চট্টগ্রাম

গোডাউনে ৬০ ড্রামে সয়াবিন তেল, ব্যবসায়ীকে কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের অপরাধে নিউ আল-আমিন স্টোরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের গোডাউন রোডে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান হোসেন। এ সময় অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। 

সদর উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শহরের গোডাউন রোডের নিউ আল-আমিন স্টোরে ৬০ ড্রামে সয়াবিন তেল অবৈধ মজুত পাওয়া যায়। অবৈধভাবে ভোজ্য তেলের মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে আব্দুল মোতালেবের ছেলে আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে ভোজ্যতেলের বাজারে অস্থিতিশীল করার চেষ্টা করছিল। কিছু সুনির্দিষ্ট অভিযোগ ছিল। যার ভিত্তিতে বাজারের একটি দোকানে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে নিউ আল-আমিন স্টোরের অভিযোগের সত্যতা পাই। তিনি অতিরিক্ত মজুত করে রেখেছিলেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাদের এ অভিযান চলমান থাকবে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল