হোম > সারা দেশ > কুমিল্লা

স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ১৭ বছরেও চালু হয়নি এক্স-রে মেশিন

প্রতিনিধি, তিতাস (কুমিল্লা) 

কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ১৭ বছর পরও চালু হয়নি এক্স-রে মেশিন। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় হাসপাতালের একটি তালাবদ্ধ রুমে পড়ে আছে অর্ধ কোটি টাকা মূল্যের এই এক্স-রে মেশিনটি। 

খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালে এক্স-রে সেবা চালু না হওয়ায় প্রতিদিন শত শত রোগী বিড়ম্বনার শিকার হচ্ছেন। বাধ্য হয়ে অধিক মূল্যে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তাঁদের এক্স-রে করিয়ে নিতে হচ্ছে। 

জানা যায়, ২০০৪ সালে চার দলীয় জোট সরকারের আমলে ৩০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রতিষ্ঠিত হয়। তখনই এই এক্স-রে মেশিনটি হাসপাতালের একটি কক্ষে স্থাপন করা হলেও এক দিনের জন্যও চালু হয়নি এক্স-রে মেশিনটি। বর্তমানে হাসপাতালটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। প্রতিদিনই আউট ডোরে চিকিৎসা নিচ্ছে দুইতিন শত রোগী। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালে এক্স-রে মেশিন না থাকায় বাইরে থেকে এক্স-রে করে আনতে হয় তাঁদের। এতে অনেক টাকা খরচ হয়। কিন্তু হাসপাতালে থাকলে ৫০–৬০ টাকা পড়ত বলে জানান তাঁরা। 

তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ হোসেন খান জানান, জনবল সংকটের কারণে এক্স-রে মেশিনটি চালু করা যাচ্ছে না। একাধিকবার চাহিদা করা কথা জানিয়েছি। কিন্তু নিয়োগ বন্ধ থাকায় তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে অপারেটর এখানে নেই বলে জানান তিনি। 

কুমিল্লা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, নিয়োগ প্রক্রিয়া চলমান আছে। নিয়োগ হলেই তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি চালু করা সম্ভব হবে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট