হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের মুক্তি, মামলা প্রত্যাহারসহ নয় দফা দাবিতে ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ সোমবার শহরের রামপুর এলাকায় এ বিক্ষোভ করে তারা। এ সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুই কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 

নয় দফা দাবিতে বিকেলে শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি রামপুর লাতু মিয়া সড়ক হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গিয়ে শেষ হয়। তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

রিয়াদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েক দিন শিক্ষার্থীদের ওপর যে নির্যাতন চলছে, তা অবর্ণনীয়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা বাধা ও হামলা করে। সর্বশেষ গতকাল (রোববার) আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে মিথ্যা বিবৃতি আদায় করা হয়েছে। যা অত্যন্ত নিন্দাজনক।’ 

ফাহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘আমাদের যৌক্তিক দাবি আদায়ে অনেক শিক্ষার্থী প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের হত্যাকারীদের সঙ্গে আমাদের কোন আপস নেই।’ 

বিক্ষোভ চলাকালে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনসহ ছাত্রদলের কয়েকজন নেতা কর্মীকে দেখা গেছে।

এ ব্যাপারে ফেনী মডেল থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘তারা কিছুক্ষণ মহাসড়কে অবস্থান নিয়েছিল। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে মহাসড়ক থেকে সরে যান। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত