হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে আরও ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার আরও ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর। কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের দুর্গম মৈদংপাড়া, সীতা পাহাড়সহ বিভিন্ন এলাকায় ২২টি এবং ৩ নং চিৎমরম ইউনিয়নের দুর্গম এলাকায় ১৮টিসহ সর্বমোট ৪০টি মাচাং ঘর নির্মাণাধীন আছে।

আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ে উপকারভোগীদের হাতে ঘরগুলো হস্তান্তর করা সম্ভব হতে পারে বলে আশা করছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, ‘পাহাড়ের পরিবেশ ও প্রকৃতি বিবেচনা করে পাহাড়ি মাচাং ঘরের আদলে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার দেওয়া ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রতিটি ঘরের অগ্রগতি পরিদর্শন করে দেখতে পেয়েছি নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘরগুলো সম্পূর্ণ হচ্ছে। এ সময় উপকারভোগীরা মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় প্রথম থেকে পঞ্চম পর্যায়ের প্রথম ধাপ পর্যন্ত ১২৪টি ঘর উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়েছে।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল