হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ সম্পদ অর্জন: ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জ্ঞাত আয় বহির্ভূত আট কোটি ৯৩ লাখ ৫১ হাজার ৪৪২ টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রাম বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী এম ইউ এম আবুল হোসাইন ও তার স্ত্রী ফয়জুন নেছা হোসাইনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।

অভিযুক্ত দম্পতি চট্টগ্রামের দক্ষিণ মধ্যম হালিশহর আলী মিয়া সাব রেজিস্ট্রার বাড়ি এলাকায় বসবাস করেন।

মামলা সূত্রে জানা যায়, মেসার্স আকর্স ট্রেডিং কোম্পানি ইউনিশীপ ইন্টারন্যাশনাল এবং মেসার্স মাউ সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রিজের মালিক এম ইউ এম আবুল হোসাইনের বিরুদ্ধে সাত কোটি ৯৪ লাখ ৪৭ হাজার ১২ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করার দায়ে এ মামলা করা হয়েছে।

অন্যদিকে, মেসার্স এন এফ ট্রেডিং এবং ইউনিশীপ ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক ফয়জুন নেছা হোসাইনের বিরুদ্ধে ৯৯ লাখ ৪ হাজার ৪৩০ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের দায়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

এই বিষয়ে মামলার বাদী দুদক কর্মকর্তা মো. এমরান হোসেন আজকের পত্রিকাকে বলেন, উল্লিখিত আসামিদের বিরুদ্ধে দায়ের করা এজাহারে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন