হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ধ্যা নামলেই খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতির দল, আতঙ্কিত এলাকাবাসী

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

গত কয়েক বছর ধরে বন্য হাতির দল চট্টগ্রামের কর্ণফুলীর দেয়াং পাহাড়ে অবস্থান করছে। খাদ্যের সন্ধানে সন্ধ্যার পর লোকালয়ে ঢুকে আক্রমণ করছে বন্য হাতির দল। এতে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। হাতির আক্রমণ থেকে বাঁচতে এলাকাবাসীকে মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। 

জানা গেছে, আজ বুধবার ভোরেও উপজেলার বড় উঠান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালা ফকির বাড়ি এলাকার কৃষক মোহাম্মদ এলাবক্সা ও মোহাম্মদ আবছারের ঘর ভাঙচুর ও ফসলি ধান নষ্ট করেছে বন্য হাতির দল। 

স্থানীয়রা জানান, বনভূমি ও পাহাড় কেটে বিরানভূমিতে পরিণত করায় বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়েছে। বন্য হাতি ও পাহাড় বাঁচলে মানুষ বাঁচবে। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিরাপদ আবাসস্থল ও খাদ্য থাকলে হাতি লোকালয়ে আসত না। রাতভর হাতিগুলো লোকালয়ে এসে তাণ্ডব চালায়। এতে কৃষকের ধান, বিভিন্ন ফসল খেত নষ্টসহ বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীকে থাকতে হচ্ছে আতঙ্কে। 

বড় উঠান ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন জানান, বন্য হাতির তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতিগুলো। এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। 

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, 'দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলোর বিষয়ে বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'     

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে