গত কয়েক বছর ধরে বন্য হাতির দল চট্টগ্রামের কর্ণফুলীর দেয়াং পাহাড়ে অবস্থান করছে। খাদ্যের সন্ধানে সন্ধ্যার পর লোকালয়ে ঢুকে আক্রমণ করছে বন্য হাতির দল। এতে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। হাতির আক্রমণ থেকে বাঁচতে এলাকাবাসীকে মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে।
জানা গেছে, আজ বুধবার ভোরেও উপজেলার বড় উঠান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালা ফকির বাড়ি এলাকার কৃষক মোহাম্মদ এলাবক্সা ও মোহাম্মদ আবছারের ঘর ভাঙচুর ও ফসলি ধান নষ্ট করেছে বন্য হাতির দল।
বড় উঠান ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন জানান, বন্য হাতির তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতিগুলো। এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।
কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, 'দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলোর বিষয়ে বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'