হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ধ্যা নামলেই খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতির দল, আতঙ্কিত এলাকাবাসী

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

গত কয়েক বছর ধরে বন্য হাতির দল চট্টগ্রামের কর্ণফুলীর দেয়াং পাহাড়ে অবস্থান করছে। খাদ্যের সন্ধানে সন্ধ্যার পর লোকালয়ে ঢুকে আক্রমণ করছে বন্য হাতির দল। এতে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। হাতির আক্রমণ থেকে বাঁচতে এলাকাবাসীকে মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। 

জানা গেছে, আজ বুধবার ভোরেও উপজেলার বড় উঠান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালা ফকির বাড়ি এলাকার কৃষক মোহাম্মদ এলাবক্সা ও মোহাম্মদ আবছারের ঘর ভাঙচুর ও ফসলি ধান নষ্ট করেছে বন্য হাতির দল। 

স্থানীয়রা জানান, বনভূমি ও পাহাড় কেটে বিরানভূমিতে পরিণত করায় বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়েছে। বন্য হাতি ও পাহাড় বাঁচলে মানুষ বাঁচবে। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিরাপদ আবাসস্থল ও খাদ্য থাকলে হাতি লোকালয়ে আসত না। রাতভর হাতিগুলো লোকালয়ে এসে তাণ্ডব চালায়। এতে কৃষকের ধান, বিভিন্ন ফসল খেত নষ্টসহ বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীকে থাকতে হচ্ছে আতঙ্কে। 

বড় উঠান ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন জানান, বন্য হাতির তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতিগুলো। এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। 

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, 'দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলোর বিষয়ে বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'     

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১