হোম > সারা দেশ > চট্টগ্রাম

সন্ধ্যা নামলেই খাদ্যের সন্ধানে লোকালয়ে হাতির দল, আতঙ্কিত এলাকাবাসী

প্রতিনিধি, কর্ণফুলী (চট্টগ্রাম) 

গত কয়েক বছর ধরে বন্য হাতির দল চট্টগ্রামের কর্ণফুলীর দেয়াং পাহাড়ে অবস্থান করছে। খাদ্যের সন্ধানে সন্ধ্যার পর লোকালয়ে ঢুকে আক্রমণ করছে বন্য হাতির দল। এতে এলাকাবাসীর মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। হাতির আক্রমণ থেকে বাঁচতে এলাকাবাসীকে মশাল জ্বালিয়ে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে। 

জানা গেছে, আজ বুধবার ভোরেও উপজেলার বড় উঠান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কালা ফকির বাড়ি এলাকার কৃষক মোহাম্মদ এলাবক্সা ও মোহাম্মদ আবছারের ঘর ভাঙচুর ও ফসলি ধান নষ্ট করেছে বন্য হাতির দল। 

স্থানীয়রা জানান, বনভূমি ও পাহাড় কেটে বিরানভূমিতে পরিণত করায় বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়েছে। বন্য হাতি ও পাহাড় বাঁচলে মানুষ বাঁচবে। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিরাপদ আবাসস্থল ও খাদ্য থাকলে হাতি লোকালয়ে আসত না। রাতভর হাতিগুলো লোকালয়ে এসে তাণ্ডব চালায়। এতে কৃষকের ধান, বিভিন্ন ফসল খেত নষ্টসহ বসত বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসীকে থাকতে হচ্ছে আতঙ্কে। 

বড় উঠান ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন জানান, বন্য হাতির তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতিগুলো। এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। 

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, 'দেয়াং পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলোর বিষয়ে বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।'     

জেসিআই বাংলাদেশের ডেপুটি প্রেসিডেন্ট শান শাহেদ

সুন্দরবনে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

রাউজানে একই আসনে বিএনপি মনোনীত দুই প্রার্থীই বৈধ

চবি ভর্তি পরীক্ষা: মেয়েকে হলে পাঠিয়ে বাবার চিরবিদায়

এনডিএফের আনিসুল ইসলামের মনোনয়নপত্র বাতিল

পারকি সৈকতে দুই কচ্ছপের মরদেহ

চট্টগ্রামে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু