চট্টগ্রাম: করোনা পরিস্থিতির কারণে দুই দফা বাতিল হয়েছিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। তবে এবার ফের সম্মেলনের তোড়জোড় চলছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে ভার্চ্যুয়ালি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি কেন্দ্রীয় কমিটি। এ জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।
বৃহস্পতিবার (২৭ মে) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বোখারী আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি জানান, করোনার কারণে বারবার পিছিয়ে যাওয়ায় আমরা ভার্চুয়ালি এ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ভার্চ্যুয়াল কনফারেন্সে কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা যুক্ত হবেন। এখান থেকেই আমরা ভবিষ্যতের নেতৃত্ব কারা নিচ্ছেন তা ঘোষণা করবো।
তিনি বলেন, সম্মেলনে তৃণমূল থেকে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সম্পৃক্তদেরই মূল্যায়ন করা হবে। নবীনদের নেতৃত্বের সুযোগ থাকবে বেশি। যদিও নবীন-প্রবীণদের সমন্বয়েই কমিটি হবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের নির্বাচিত করবেন ৷
গত ১১ এপ্রিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এর পর নতুন করে ২৯ মে করার কথা থাকলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় সেটিও বাতিল করা হয়।