হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবশেষে ১৯ জুন ভার্চ্যুয়ালি হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: করোনা পরিস্থিতির কারণে দুই দফা বাতিল হয়েছিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। তবে এবার ফের সম্মেলনের তোড়জোড় চলছে। করোনা পরিস্থিতি মাথায় রেখে ভার্চ্যুয়ালি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি কেন্দ্রীয় কমিটি। এ জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ জুন।

বৃহস্পতিবার (২৭ মে) রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য বোখারী আজম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, করোনার কারণে বারবার পিছিয়ে যাওয়ায় আমরা ভার্চুয়ালি এ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছি। এ ভার্চ্যুয়াল কনফারেন্সে কেন্দ্রীয় ও চট্টগ্রামের নেতারা যুক্ত হবেন। এখান থেকেই আমরা ভবিষ্যতের নেতৃত্ব কারা নিচ্ছেন তা ঘোষণা করবো।

তিনি বলেন, সম্মেলনে তৃণমূল থেকে স্বেচ্ছাসেবক লীগের সঙ্গে সম্পৃক্তদেরই মূল্যায়ন করা হবে। নবীনদের নেতৃত্বের সুযোগ থাকবে বেশি। যদিও নবীন-প্রবীণদের সমন্বয়েই কমিটি হবে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের নির্বাচিত করবেন ৷

গত ১১ এপ্রিল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলন হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় সম্মেলন স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এর পর নতুন করে ২৯ মে করার কথা থাকলেও পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় সেটিও বাতিল করা হয়।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের