হোম > সারা দেশ > বান্দরবান

মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমসহ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বিভিন্ন চৌকি পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত তিনি সীমান্তের বিভিন্ন পরিস্থিতি ও বিজিবির সদস্যদের সার্বিক বিষয়ের খোঁজ নেন। 

বিজিবির মহাপরিচালক আজ সকাল ১০টা সীমান্ত পরিদর্শন কার্যক্রম শুরু করে দুপুরে ঘুমধুম ও তুমব্রু সীমান্ত চৌকি পরিদর্শন করেন। এ সময় তিনি ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীকে কর্নেল পদবির ব্যাজ পরিয়ে দেন। এরপর তিনি বাইশফাঁড়ি সীমান্ত চৌকিতে যান। সেখানে কিছুক্ষণ ব্যয় করে বেলা ৩টার দিকে তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা এলাকা পার হয়ে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন। 

বিজিবির মহাপরিচালক সঙ্গে ছিলেন কক্সবাজারের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (জিএস শাখা) ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর, রামুর সেক্টর কমান্ডার কর্নেল মো. মেহেদী হোসাইন কবির, ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, লে. কর্নেল এস এম মাহবুবুল আলম খান, লে. কর্নেল তৌহিদুল ইসলাম, ক্যাপ্টেন মিরাজ প্রমুখ। 

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে সর্বোচ্চ পেশাদারির সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা বিজিবির মহাপরিচালক। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়ন চান তিনি। এ ছাড়া আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সদা প্রস্তুত থাকারও নির্দেশনা দেন এ কর্মকর্তা। 

এ দিকে নাইক্ষ্যংছড়ি সীমান্তে অন্য প্রান্তে নিকুছড়ি সীমান্ত চৌকি পরিদর্শন করেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার