হোম > সারা দেশ > কক্সবাজার

ক্যাম্প থেকে আরসাপ্রধানের ভাই আটক

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনির ভাই মো. শাহ আলীকে (৫৫) আটক করা হয়েছে। আজ রোববার ভোরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র, নগদ অর্থ ও মাদকসহ তাঁকে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

এছাড়া বিভিন্ন শিবিরে অভিযান চালিয়ে এপিবিএন সদস্যরা আরও আটজনকে আটক করেছেন। 

আজ বেলা ১টার দিকে অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হক। 

নাঈমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকার মাঠ এলাকায় ড্রোন নিয়ে অভিযান পরিচালনা করে এপিবিএন। এ সময় শাহ আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরসার প্রধান আতাউল্লাহ জুনুনির ভাই বলে স্বীকার করেছেন। 

এপিবিএনের অধিনায়ক আরও জানান, এ সময় সাদিকুল নামের এক অপহৃতকে চোখ বাধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাদিকুলকে মুক্তিপণের জন্য বন্দী করে রাখা হয়েছিল। তাঁকে নির্যাতন করা হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। 

স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে এবং একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছয় রোহিঙ্গাকে হত্যার ঘটনায় বারবার আরসার সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। রোহিঙ্গা শিবিরে আধিপত্য বিস্তার ও মাদক বাণিজ্য নিয়ন্ত্রণ নিয়ে তৎপর হয়েছে আরসা।

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল