হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারার চেয়ারম্যান অপসারণের গুজব, থানায় অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে চেয়ারম্যানের পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে—এমন মিথ্যা খবর অপপ্রচারের অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে শুনে আমি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিষয়টি যাচাই করে জানতে পারি বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ভুয়া চিঠি তৈরি করে প্রচার করছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘আনোয়ারার বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের বিষয়ে আমার কাছে কোনো চিঠি আসেনি। এ রকম চিঠির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি এবং এ ধরনের কোনো প্রজ্ঞাপনের তথ্য পাওয়া যায়নি।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার