হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারার চেয়ারম্যান অপসারণের গুজব, থানায় অভিযোগ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে চেয়ারম্যানের পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে—এমন মিথ্যা খবর অপপ্রচারের অভিযোগে থানায় অভিযোগ করেছেন তিনি।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে শুনে আমি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে বিষয়টি যাচাই করে জানতে পারি বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ভুয়া চিঠি তৈরি করে প্রচার করছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, ‘আনোয়ারার বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের বিষয়ে আমার কাছে কোনো চিঠি আসেনি। এ রকম চিঠির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করি এবং এ ধরনের কোনো প্রজ্ঞাপনের তথ্য পাওয়া যায়নি।’

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু