হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুয়া খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১ 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাতে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

ছুরিকাঘাতে আহত যুবক মো. আবুল কালাম (২২)। তিনি উপজেলার নতুনবাজার এলাকার কেপিএম টিলার আবুল হোসেনের ছেলে। এ ঘটনায় আটক যুবক শিল্প এলাকার নুর হোসেনের ছেলে মো. রনি হোসেন (২০)।

৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, ‘নতুনবাজার সংলগ্ন কাপ্তাই উচ্চবিদ্যালয়ের মেইন গেটের ভেতরে আবুল কালামকে ছুরিকাঘাত করে মো. রনি হোসেন। রনির সঙ্গে রাখা ছুরি দিয়ে আবুল কালামের পেটে ও বুকে পাঁচটি আঘাত করা হয়। এতে কালাম গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি দেখে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়।’

কাপ্তাই ৪ নম্বর ইউপি মহিলা সদস্য সেলিনা পারভিন বলেন, ‘এগুলো পুরোনো ঘটনা। এর আগে রনিকে কয়েকজন মিলে স্কুলের ফটকের ভেতরে আটকে রেখে মারধর করে। ওই সময় সে আত্মরক্ষার জন্য নেইলকাটার দিয়ে আঘাত করেছে বলে জেনেছি।’

এদিকে কাপ্তাই ফাঁড়ির পুলিশ অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করেছে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান বলেন, ‘জানতে পাড়লাম জুয়া খেলাকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটছে। এ ঘটনায় আহত আবুল কালামের বড় ভাই আল-আমিন বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেছেন।’

শাহিনুর রহমান আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছে কাপ্তাইয়ের শিল্প এলাকা, জাকির হোসেন স মিল এলাকা, নৌবাহিনী সড়ক, কাপ্তাই স্কুলের পার্শ্ববর্তী এলাকা, লকগেট, নতুনবাজার ও জেটিঘাট এলাকায় প্রায়ই মাদক ও জুয়ার আসর বসে। যুবকেরা মাদকের সঙ্গে জড়িয়ে একের পর এক এসব ঘটনা ঘটাচ্ছে।’

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার