হোম > সারা দেশ > কক্সবাজার

ইয়াবা পাচারের দায়ে তিন রোহিঙ্গার ১৫ বছরের কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি

ইয়াবা পাচারের দায়ে তিন রোহিঙ্গাসহ চার আসামিকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আদালত প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে জরিমানাসহ অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার বেলা তিনটায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালত এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম।

দণ্ডপ্রাপ্তরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার দৌলতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ আলী এবং  মিয়ানমারের রাখাইন রাজ্যের আকিয়াব জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা মো. হাফিজুল্লাহ, মো. জামাল ও বদি আলম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৭ আগস্ট ভোরে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বঙ্গোপসাগরের দক্ষিণ লম্বরী ঘাট এলাকায় র‍্যাব অভিযান চালিয়ে আট লাখ ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় র‍্যাবের টেকনাফ ক্যাম্পের সদস্য নাজমুল হুদা বাদী হয়ে থানায় মামলা করেন।

 ২০১৮ সালের ১৮ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০১৯ সালের ৯ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গঠনের আদেশ দেন।

পিপি ফরিদুল আলম বলেন, মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালত প্রমাণ করতে সক্ষম হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ