হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুর্গাপূজা ঘিরে পার্শ্ববর্তী দেশ মিথ্যা সংবাদ ছড়াতে পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী দেশ উসকানিমূলক ও মিথ্যা সংবাদ ছড়াতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রথম দিকে আমাদের পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর ছড়িয়েছে। আপনারা এটার কাউন্টার করেছেন। আপনারা কাউন্টার করায়, সত্য ঘটনা প্রকাশ করায় তারা সুবিধা করতে পারেনি। এটা এখন অনেক কমে গেছে। কিন্তু সামনে পূজা উপলক্ষে তারা আবার গুজব ছড়ানো শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আগে যেভাবে ভূমিকা পালন করেছেন, সেভাবে করবেন। এতে জনগণ সত্য সংবাদটি পাবে।’ এ সময় কেউ উসকানিমূলক অপপ্রচার চালালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপদেষ্টা।

জনগণ নির্বাচনমুখী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে কেউ নির্বাচন আটকাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ‘নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। জনগণের ওপর নির্বাচন নির্ভর করছে। জনগণ নির্বাচনমুখী হলে নির্বাচন কেউ আটকাতে পারবে না। তারপরে রয়েছে রাজনৈতিক দলগুলো। সবার সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু নির্বাচন। সর্বোপরি রয়েছেন আপনারা (গণমাধ্যম)।’

নির্বাচন ঘিরে মাঠে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী থাকবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন মাঠে ৩০ হাজার সেনাবাহিনী আছে। নির্বাচনে প্রায় এক লাখের মতো থাকবে। নৌবাহিনী ও বিমানবাহিনী থাকবে। আমাদের পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসার কোস্ট গার্ড আছে, সবাই নির্বাচনে কাজ করবে।’

চট্টগ্রামে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

লুট হওয়া অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। কিছু অস্ত্র বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম ভৌগোলিকভাবে রয়েছে পাহাড়, সমুদ্র ও সমতল, যা অন্য এলাকায় নেই। সে জন্য এখানে অভিযান পরিচালনা করা কঠিন। নির্বাচনের আগে আরও অস্ত্র উদ্ধার করা হবে। ইতিমধ্যে নির্বাচনের জন্য পুলিশের প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে।

এবার দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘কোনো জায়গায় কোনো বড় ধরনের সমস্যা নেই। তবে যাঁরা পূজা উদ্‌যাপন করছেন, তাঁদের মধ্যে ভাগ আছে। কেউ বলছে, দুই ভাগ, কেউ বলছে তিন ভাগ। এটা একটা ধর্মীয় অনুষ্ঠান। আমার মনে হয়, এ ধরনের একটা উৎসব পালনের জন্য বাধা হবে না। যেহেতু এটা একটা পুণ্য কাজ। এই পুণ্য কাজের জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। এটা আমরা আশা করি।’

‎সীমান্ত পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে মিয়ানমারের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী তৎপর থাকলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। মিয়ানমার থেকে মাদক আসা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।

বোয়ালখালীতে মাইক্রোবাসের চালকের লাশ উদ্ধার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই মদ তৈরির কারখানা, আটক ২

চট্টগ্রামে কলোনিতে আগুন, পুড়ল অর্ধশত ঘর

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

সেন্ট মার্টিন-টেকনাফ রুটে স্পিডবোট উল্টে মা-মেয়ের মৃত্যু

কুবি প্রেসক্লাবের নেতৃত্বে তনয়-আব্দুল্লাহ

ফটিকছড়িতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক দুই

হাতিয়ায় বেগম জিয়ার রোগমুক্তিতে কোরআন খতম ও দোয়া

চট্টগ্রামে নতুন রোগী ৭৫: স্থানীয় ও প্রবাসীদের মধ্যে এইডস ছড়িয়েছে বেশি

চট্টগ্রামে চালু হলো ই-পারিবারিক আদালত