হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে বাজার ও সড়কের পাশ থেকে দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আজ সোমবার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয় সিডিএ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের কর্ণফুলীতে সরকারি জায়গা দখল করে নির্মিত দুই শতাধিক অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ব্রিজঘাট, সৈন্যরটেক, খুদ্যেরটেক, আজিমপাড়া ও মইজ্জ্যেরটেক এলাকায় এই অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

ভূ-সম্পত্তি (এস্টেট) শাখার কর্মকর্তারা জানান, সিডিএর জমি দখলদারদের তালিকা অনুযায়ী অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। অভিযানে সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ), সিডিএর নির্মাণ বিভাগ-১-এর প্রকৌশলী, সিডিএর সহকারী প্রকৌশলী, পেশকার ও চট্টগ্রাম মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীদের অভিযোগ, গত বছরও বিনা নোটিশে উপজেলার চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকায় কাঁচাবাজার ও সড়কের পাশ থেকে অন্তত আড়াই শ দোকান গুঁড়িয়ে দেয় সিডিএ। এবারও চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকা থেকে মইজ্জ্যেরটেক পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়।

সিডিএ নির্মাণ বিভাগ-১-এর প্রকৌশলী কাজী কাদের নেওয়াজ টিপু আজকের পত্রিকাকে বলেন, অধিগ্রহণ করা ওই জমি সড়ক নির্মাণের পর অবশিষ্ট থেকে গেছে। এটা বাজারের কোনো খাসজমি নয়। ভবিষ্যতে সড়ক সম্প্রসারণ করার জন্য সংরক্ষণ করা ছিল জমিটি। তাই এই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন