হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় সোনাগাজী মুহুরি প্রজেক্ট থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শাকিল হক শান্ত (২৫) নামে এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়। তিনি শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের কচি ভিলার সিরাজ মিয়ার ছেলে এবং ফেনী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা গেছে, শাকিল হক শান্ত তার দুই বন্ধুসহ প্রাইভেট কার চালিয়ে সোনাগাজী থেকে ফেনীতে আসার পথে ফেনী–সোনাগাজী আঞ্চলিক মহাসড়কের পুরোনো রাস্তার মাথায় দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। নিহত শাকিল সিরাজ মিয়ার একমাত্র ছেলে। 

দাগনভূঞা–সোনাগাজী সার্কেল পুলিশের এএসপি তাছলিম হুসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এর আগে বিকেল ৪টার দিকে ফেনী সদরের সীমান্তবর্তী লাটিমীতে অজ্ঞাত পিকআপ ভ্যানের চাপায় মো. সৈকত (১৭) নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। সে শর্শদি ইউনিয়নের হারুনুর রশিদের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে দিকে নিহত সৈকত বোনের শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় মহাসড়কে লাটিমী রাস্তার মাথায় একটি অজ্ঞাত একটি পিকআপ তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা