হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাংবাদিককে তিনতলা থেকে নিক্ষেপ: ঢাকায় ব্যাচেলর মেসে লুকিয়ে ছিলেন ২ আসামি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আইয়ুব মিয়াজিকে পিটিয়ে তিনতলা হতে ফেলা দেওয়ার ঘটনার পর জড়িত দুজন গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেন। তারা চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবস্থানের পর সবশেষ রাজধানীর কমলাপুরের একটি ব্যাচেলর মেসে লুকিয়ে থাকেন। কিন্তু শেষ রক্ষা হলো না। আজ সোমবার সকালে কমলাপুর সরদার কলোনির ওই ব্যাচেলর মেস থেকে তাদের আটক করেছে র‍্যাব–৭।

আটক দুই ব্যক্তি হলেন চট্টগ্রামের দোহাজারী এলাকার আব্দুল মোনাফের ছেলে আলাউদ্দিন (৩৫) ও পূর্ব দোহাজারী এলাকার আবদুল সবুরের ছেলে মো. ফারুক (২৬)।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত প্রধান দুই আসামি আলাউদ্দিন এবং ফারুক গ্রেপ্তার এড়াতে উল্লিখিত স্থানে আত্মগোপন করার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হামলার সঙ্গে জড়িত ছিল বলে অকপটে স্বীকার করেছে বলে জানান এ কর্মকর্তা।

এর আগে ৪ এপ্রিল চন্দনাইশে সাংবাদিক আইয়ুম মিয়াজীকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান কম্পিউটার সেন্টারে গিয়ে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করার একপর্যায়ে তাঁকে তৃতীয় তলা থেকে নিচে ফেলে দেয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর বাবা আব্দুর শুক্কুর বাদী হয়ে আলাউদ্দিন ও ফারুককে আসামি করে চন্দনাইশ থানায় একটি মামলা করেন।

আরও পড়ুন:

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী