হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পুলিশকে গুলি করে আসামি ছিনতাই, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি করে বাবাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গাজীপুর জেলার টঙ্গী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মন্নাফ ওরফে মনেক (৫০) ও তাঁর ছেলে শিপন (৩০)। এর মধ্যে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা এবং তাঁর ছেলে শিপনও ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ সময় শরীফুল নামে তাঁদের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ ওরফে মনেক ও তাঁর ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তার করা হয় মনেককে। পরে এই সংবাদ পেয়ে তাঁর ছেলে শিপনসহ কয়েকজন মাদক কারবারি দুদিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি সোরে রানার গুলিবিদ্ধ হন। 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন সোমবার দুপুরে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ অপরাধী বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’ 

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী