হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে নববর্ষের মঞ্চ ভাঙচুর: মামলা হয়নি, ছাড়া পেলেন আটক ব্যক্তিরা

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ডিসি হিলে গত রোববার সন্ধ্যায় ভাঙচুর করা বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক পাঁচজনকে ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল সোমবার ভোরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ।

গত রোববার সন্ধ্যায় একটি মিছিল থেকে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ আশপাশ থেকে পাঁচজনকে আটক করে। তাঁদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। সোমবার ভোরে তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে থানায় আনা হয়েছিল। রাত পর্যন্ত কোনো লিখিত অভিযোগ না পাওয়ায় সাধারণ ডায়েরি (জিডি) করে তাঁদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’

জানা গেছে, সম্মিলিত পয়লা বৈশাখ উদ্‌যাপন পরিষদ ডিসি হিলে প্রতিবারের মতো এবারও বর্ষবরণের আয়োজন করেছিল। এ ব্যাপারে জেলা প্রশাসনের অনুমতি নিয়ে অনুষ্ঠানের প্রস্তুতিমূলক কাজ চলছিল। একপর্যায়ে রোববার সন্ধ্যায় একটি মিছিল থেকে মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর বন্ধ হয়ে যায় নববর্ষের আয়োজন। ১৯৭৮ সাল থেকে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে আসছে।

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা