হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রভাবশালীদের দখল করা ৪০ একর জায়গা উদ্ধারে অভিযান পাউবোর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা ৪০ একরের বেশি সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা ৪০ একরের বেশি সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রোববার সকাল থেকে নগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সোম এবং মঙ্গলবার পর্যন্ত এই অভিযান চলবে।

পাউবো চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদ সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে এ জায়গাটি উচ্ছেদের জন্য আমরা চেষ্টা চালিয়ে আসছি। আমরা চাই, জায়গাটি পাউবোর নিয়ন্ত্রণে থাকুক। আমরা একটা হিসাব করেছি, এখানে পাউবোর ৪০ একরের বেশি জায়গা অবৈধ দখলদারদের হাতে রয়েছে। অবৈধ দখলদার হিসেবে বেশ কিছু লোকজন রয়েছে।’

জানা গেছে, রোববার সকাল ৯টায় চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার উপকূলঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম (সাবেক শেখ রাসেল মিনি স্টেডিয়াম) থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে পাউবো। এ সময় বিভিন্ন পাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, নগরীর উত্তর হালিশহর থেকে কাট্টলী পর্যন্ত দখল হওয়া জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, কাউন্সিলরসহ স্থানীয় প্রভাবশালী নেতারা রয়েছেন। সরকারি জমিতে কাভার্ড ভ্যান ও এক্সকাভেটর ইয়ার্ড, গ্যারেজ, রেস্টুরেন্ট, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ ছাড়া কয়েকটি শিল্প গ্রুপও সেখানে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

নাব্যতা-সংকটে পায়রা বন্দরের জাহাজ ভিড়ছে চট্টগ্রামে

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে