হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে প্রভাবশালীদের দখল করা ৪০ একর জায়গা উদ্ধারে অভিযান পাউবোর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা ৪০ একরের বেশি সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের দখলে থাকা ৪০ একরের বেশি সরকারি জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। রোববার সকাল থেকে নগরীর উত্তর কাট্টলী এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। জেলা প্রশাসনের তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সোম এবং মঙ্গলবার পর্যন্ত এই অভিযান চলবে।

পাউবো চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী শওকত ইবনে সাহিদ সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন ধরে এ জায়গাটি উচ্ছেদের জন্য আমরা চেষ্টা চালিয়ে আসছি। আমরা চাই, জায়গাটি পাউবোর নিয়ন্ত্রণে থাকুক। আমরা একটা হিসাব করেছি, এখানে পাউবোর ৪০ একরের বেশি জায়গা অবৈধ দখলদারদের হাতে রয়েছে। অবৈধ দখলদার হিসেবে বেশ কিছু লোকজন রয়েছে।’

জানা গেছে, রোববার সকাল ৯টায় চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকার উপকূলঘেঁষা বেড়িবাঁধ ও বন্দর লিংক সড়কের পাশে মিনি স্টেডিয়াম (সাবেক শেখ রাসেল মিনি স্টেডিয়াম) থেকে এই উচ্ছেদ অভিযান শুরু করে পাউবো। এ সময় বিভিন্ন পাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, নগরীর উত্তর হালিশহর থেকে কাট্টলী পর্যন্ত দখল হওয়া জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে দখল করে রেখেছিলেন আওয়ামী লীগের একাধিক প্রভাবশালী নেতা। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, কাউন্সিলরসহ স্থানীয় প্রভাবশালী নেতারা রয়েছেন। সরকারি জমিতে কাভার্ড ভ্যান ও এক্সকাভেটর ইয়ার্ড, গ্যারেজ, রেস্টুরেন্ট, মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এ ছাড়া কয়েকটি শিল্প গ্রুপও সেখানে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী