হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে লক্ষ্মীপুরে জামায়াত নেতার পদত্যাগ

লক্ষ্মীপুর প্রতিনিধি

ফারুক হোসাইন নুরনবী। ছবি: সংগৃহীত

জামায়াত নেতাকে হত্যার পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে লক্ষ্মীপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতির আবেদন করেন বলে জানা গেছে।

গত সোমবার জেলা জামায়াতের মজলিসে শুরা বৈঠকে তাঁর অব্যাহতিপত্র গ্রহণ করে নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, জেলা জামায়াতের সেক্রেটারি পারিবারিক ও অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন। পরে জামায়াতের আমির তা গ্রহণ করে নতুন সেক্রেটারি মনোনীত করেছেন।

জানতে চাইলে জামায়াতের নেতা ফারুক হোসাইন নুরনবী বলেন, ‘দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি। কিন্তু জামায়াত ইসলামের সঙ্গে আছি এবং থাকব। তবে জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদের দায়িত্বে আছি।’

এর আগে ৫ জুন সদর উপজেলার রাজিবপুর এলাকায় স্থানীয় জামায়াত নেতা ও মসজিদের ইমাম কাউছার আহমেদ প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ঘটনায় বিএনপির ১২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে সদর থানায় নিহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এই মামলায় চট্টগ্রাম থেকে মো. বাবুল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

এর জেরে গত সোমবার জেলা বিএনপির ব্যানারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি অভিযোগ করে বলেন, স্বাভাবিক মৃত্যুকে রাজনৈতিক রূপ দিয়ে অস্থিতিশীল করছে জামায়াত। এ ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

পরদিন বিএনপিকে দায়ী করে পাল্টা সংবাদ সম্মেলন করে জেলা জামায়াত। এতে জামায়াত নেতা ড. রেজাউল করিম অভিযোগ করে বলেন, মসজিদের ইমাম ও জামায়াত নেতা কাউছার আহমেদ মিলনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এটা কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না।

এই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের দায়ী করেন তিনি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এরপর এই জামায়াত নেতার পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল