হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার মফিজুল সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, গত সোমবার (২৯ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণে ওই শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিন রাতেই চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মফিজুল ইসলামের বরাত দিয়ে র‍্যাব জানায়, শিশুটি তাঁর প্রতিবেশীর মেয়ে এবং পূর্বপরিচিত। সোমবার সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় শিশুটির অপেক্ষায় ওত পেতে থাকেন। স্কুল থেকে বাসায় ফেরার সময় শিশুটিকে কৌশলে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে আসামি মফিজুল তার মুখ ও গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত