হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার 

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় ৯ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার সকালে কুমিল্লা নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার মফিজুল সদর দক্ষিণ উপজেলার খিলপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। 

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১-এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, গত সোমবার (২৯ এপ্রিল) কুমিল্লার সদর দক্ষিণে ওই শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার পরদিন গতকাল মঙ্গলবার নিহতের মা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিন রাতেই চাঁদপুর জেলার শাহরাস্তি থানার ফেরুয়া বাজার এলাকা থেকে মফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার মফিজুল ইসলামের বরাত দিয়ে র‍্যাব জানায়, শিশুটি তাঁর প্রতিবেশীর মেয়ে এবং পূর্বপরিচিত। সোমবার সকালে ঘটনাস্থলের পাশের রাস্তায় শিশুটির অপেক্ষায় ওত পেতে থাকেন। স্কুল থেকে বাসায় ফেরার সময় শিশুটিকে কৌশলে রাস্তার পাশের ধানি জমিতে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি চিৎকার করার চেষ্টা করলে আসামি মফিজুল তার মুখ ও গলা চেপে ধরেন। এতে শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে কানে থাকা দুল ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ