হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দ্রঘোনায় আবারও ফেরি চলাচল শুরু 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী নদীতে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টায় এই ফেরি চলাচল শুরু হয়। 

আজ বুধবার সকাল ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে জানা গেছে, নদীর দুই পাড়ে (চন্দ্রঘোনা ও রাঙামাটির কাপ্তাই) অসংখ্য গাড়ি অপেক্ষা করছে ফেরিতে ওঠার জন্য। এ সময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তাঁরা এই কর্ণফুলী নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানান। 

রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও উপসহকারী প্রকৌশলী রবিউল আউয়াল বলেন, ‘আজ বুধবার ভোর ৬টা থেকে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। কর্ণফুলী নদীতে ফেরি চলাচলের পথে ড্রেজিংয়ের জন্য গত রোববার ভোর ৬টা থেকে আজ ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিলেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ।’ 

রবিউল আউয়াল আরও বলেন, ‘নদী ড্রেজিংয়ের জন্য আনা একটি ক্রেন গত শনিবার মধ্যরাতে কর্ণফুলী নদীতে ডুবে যায়। এর ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার এই ক্রেন উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে একটি বার্জ ক্রেন আনা হয়েছে। গতকাল রাত ১১টায় ক্রেনটি উদ্ধারকাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।’ 

চন্দ্রঘোনা ফেরিঘাট ব্যবহার করে রাঙামাটি-খাগড়াছড়ি থেকে যাত্রী ও পণ্য বান্দরবান এবং রাঙামাটির রাজস্থলী উপজেলায় আনা-নেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অনেক মানুষ এই ফেরি ব্যবহার করে থাকেন।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি