হোম > সারা দেশ > চট্টগ্রাম

চন্দ্রঘোনায় আবারও ফেরি চলাচল শুরু 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী নদীতে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বুধবার ভোর ৬টায় এই ফেরি চলাচল শুরু হয়। 

আজ বুধবার সকাল ৯টায় চন্দ্রঘোনা ফেরিঘাট এলাকায় গিয়ে জানা গেছে, নদীর দুই পাড়ে (চন্দ্রঘোনা ও রাঙামাটির কাপ্তাই) অসংখ্য গাড়ি অপেক্ষা করছে ফেরিতে ওঠার জন্য। এ সময় ফেরিতে চলাচলকারী চালক এবং যাত্রীরা ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। সেই সঙ্গে তাঁরা এই কর্ণফুলী নদীতে একটি সেতু নির্মাণের দাবি জানান। 

রাঙামাটি সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ও উপসহকারী প্রকৌশলী রবিউল আউয়াল বলেন, ‘আজ বুধবার ভোর ৬টা থেকে সচল হয়েছে চন্দ্রঘোনা ফেরি চলাচল। কর্ণফুলী নদীতে ফেরি চলাচলের পথে ড্রেজিংয়ের জন্য গত রোববার ভোর ৬টা থেকে আজ ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচলের বন্ধ ঘোষণা করেছিলেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ।’ 

রবিউল আউয়াল আরও বলেন, ‘নদী ড্রেজিংয়ের জন্য আনা একটি ক্রেন গত শনিবার মধ্যরাতে কর্ণফুলী নদীতে ডুবে যায়। এর ফলে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার এই ক্রেন উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে একটি বার্জ ক্রেন আনা হয়েছে। গতকাল রাত ১১টায় ক্রেনটি উদ্ধারকাজ শেষ করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।’ 

চন্দ্রঘোনা ফেরিঘাট ব্যবহার করে রাঙামাটি-খাগড়াছড়ি থেকে যাত্রী ও পণ্য বান্দরবান এবং রাঙামাটির রাজস্থলী উপজেলায় আনা-নেওয়া হয়। এ ছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার অনেক মানুষ এই ফেরি ব্যবহার করে থাকেন।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল