হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দগ্ধ হয়ে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীতে সড়কে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে দগ্ধ হয়ে মো. জাহেদুল নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার অক্সিজেন মোড়ের একটি খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে ওই রিকশাচালকের শরীরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রিকশাচালক মো. জাহেদুল (২৫) লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার মাহাতাব আলীর ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশা নিয়ে নগরীর অক্সিজেন মোড় অতিক্রম করছিলেন জাহেদ। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর শরীরে পড়ে। ছিঁড়ে পড়া তারটিতে আগুন ধরলে ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঘটনার সময় রিকশায় কোনো যাত্রী ছিল না।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ১০টায় জাহেদুলকে চমেক হাসপাতালে আনেন। পরে চিকিৎসক তাঁকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তিনি মারা যান। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মধ্যে থাকা রিকশাটির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। তারটিতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। রিকশাচালক উপুড় হয়ে সড়কে পড়ে আছেন। পরে স্থানীয় একজন অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভান। এ সময় ঘটনাস্থলে লোকজন ভিড় করেন। 

এদিকে রিকশাচালকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মচারী-কর্মকর্তাদের অবহেলার কারণে রিকশাচালকের মৃত্যুর কারণকে হত্যাকাণ্ড বলে অবহিত করেন। তিনি এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা

‘চিকিৎসা না পেয়ে’ গর্ভের সন্তানের মৃত্যু: চট্টগ্রামে ৪ চিকিৎসকের বিরুদ্ধে মামলা