হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে দগ্ধ হয়ে রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে চট্টগ্রাম নগরীতে সড়কে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে দগ্ধ হয়ে মো. জাহেদুল নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকার অক্সিজেন মোড়ের একটি খুঁটি থেকে বিদ্যুতের তার ছিঁড়ে ওই রিকশাচালকের শরীরে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত রিকশাচালক মো. জাহেদুল (২৫) লালমনিরহাট জেলার আদিতমারী এলাকার মাহাতাব আলীর ছেলে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশা নিয়ে নগরীর অক্সিজেন মোড় অতিক্রম করছিলেন জাহেদ। এ সময় হঠাৎ একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে তাঁর শরীরে পড়ে। ছিঁড়ে পড়া তারটিতে আগুন ধরলে ওই রিকশাচালকের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। ঘটনার সময় রিকশায় কোনো যাত্রী ছিল না।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ১০টায় জাহেদুলকে চমেক হাসপাতালে আনেন। পরে চিকিৎসক তাঁকে ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তিনি মারা যান। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে। 

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাস্তার মধ্যে থাকা রিকশাটির ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। তারটিতে আগুন জ্বলছে। ধোঁয়া উড়ছে। রিকশাচালক উপুড় হয়ে সড়কে পড়ে আছেন। পরে স্থানীয় একজন অগ্নিনির্বাপক দিয়ে আগুন নেভান। এ সময় ঘটনাস্থলে লোকজন ভিড় করেন। 

এদিকে রিকশাচালকের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইট ফাউন্ডেশনের (বিএইচআরএফ) মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মচারী-কর্মকর্তাদের অবহেলার কারণে রিকশাচালকের মৃত্যুর কারণকে হত্যাকাণ্ড বলে অবহিত করেন। তিনি এ ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল