হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়কে হাত-পা বাঁধা পরিবহন শ্রমিকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরের সাগরপাড়ের সড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক পরিবহন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে পাহাড়তলী থানাধীন রাসমনি ঘাট সংলগ্ন সাগরপাড়ের লিংক রোডের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবক মো. তারেক (৩৮) চট্টগ্রাম নগরের চন্দনপুরা এলাকার বাসিন্দা। তিনি নগরের দামপাড়ায় অবস্থিত সেঁজুতি ট্রাভেলস নামে একটি পরিবহন কোম্পানির বাস কাউন্টারের কলারম্যান হিসেবে কর্মরত ছিলেন। 

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ আজকের পত্রিকাকে বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে প্রথমে অজ্ঞাতনামা হিসেবে লাশটি উদ্ধার করে। পরে তাঁর প্যান্টের পকেটে থাকা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে নিহতের পরিচয় শনাক্তের করে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। 

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, নিহত তারেক নগরের দামপাড়ায় একটি বাস কাউন্টারের কাজ করতেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে তারেকের সঙ্গে ফোনে সর্বশেষ তাঁর বোনের যোগাযোগ হয়েছিল। এরপর তাঁকে আর ফোনে পাওয়া যায়নি। বাস কাউন্টারে ডিউটি শেষ করে তারেকের বাসায় ফিরতে প্রতিদিন রাত ৩টা বেজে যেত। এতে পরিবারের সদস্যরাও বিষয়টি তেমন গুরুত্ব দেয়নি। ভোরে তাঁর মরদেহ পাওয়ার যায়। 

ওসি বলেন, ‘নিহতের সুরতহাল রিপোর্টে চোখে, ঠোঁটে ও গলায় জখমের দাগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ইতিমধ্যে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।’ 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। 

দামপাড়ায় সেজুঁতি ট্রাভেলসের বাস কাউন্টারের কর্মকর্তা মো. শহীদ আজকের পত্রিকাকে বলেন, ‘তারেক নামে একজন আমাদের এখানে কলারম্যান (যাত্রীদের ডেকে বাসের টিকিট কাটতে সহযোগিতা করা) হিসেবে কাজ করত। তবে সে সপ্তাহখানেক ধরে কাজে আসছে না।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল