হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে উপনির্বাচনে মাঠে থাকবেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। আজ শনিবার নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে পাঠানো হয়। ৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৬ এবং ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও ৬ জন যুক্ত হয়ে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।’
 
চিঠিতে বলা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এবং প্রাসঙ্গিক আইনের আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত হয়। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, নির্বাচনী এলাকায় নিয়োজিত ভ্রাম্যমাণ/স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি ভ্রাম্যমাণ দলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
 
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি।’

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক