হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে উপনির্বাচনে মাঠে থাকবেন ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-৮ আসনের (বোয়ালখালী-চান্দগাঁও) উপনির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন। আজ শনিবার নির্বাচন কমিশন থেকে এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেটের (জেলা প্রশাসক) কাছে পাঠানো হয়। ৬ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৬ এবং ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও ৬ জন যুক্ত হয়ে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই নির্বাচনে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান এসব তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ-সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসক তথা জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।’
 
চিঠিতে বলা হয়, প্রজ্ঞাপন অনুযায়ী ২৭ এপ্রিল চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯ এবং প্রাসঙ্গিক আইনের আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত হয়। 

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, নির্বাচনী এলাকায় নিয়োজিত ভ্রাম্যমাণ/স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি দায়িত্ব পালন করবে। প্রতিটি ভ্রাম্যমাণ দলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
 
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছি।’

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১