হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর সুবর্ণচরে খালে ফেলে দেওয়া হচ্ছে সার। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে অনুমোদনহীন ২৪ বস্তা কীটনাশক ও ১২ বস্তা ভেজাল সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার বিক্রেতা গোকুল চন্দ্র দাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার ও কীটনাশক খালে ফেলে নষ্ট করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুবর্ণচর উপজেলার চর আমান উল্যা ইউনিয়নের স্বপন মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুন অর রশিদ ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কামাল হোসেন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ আজকের পত্রিকাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে উপজেলার স্বপন মার্কেট এলাকার মেসার্স গোকুল চন্দ্র দাস এন্টারপ্রাইজ নামের সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমোদনহীন ২৪ বস্তা কার্বোফুরান (কীটনাশক) ও ১২ বস্তা ভেজাল টিএসপি জব্দ করা হয়। জব্দ করা সার ও কীটনাশক খালে ঢেলে নষ্ট করা হয়। এসব সার ও কীটনাশকের দাম ৫ লাখ টাকা হতে পারে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইন বলেন, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী নিবন্ধনহীন সার ও কীটনাশক মজুত রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত ব্যবসায়ী গোকুল চন্দ্র দাসকে ১০ হাজার জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প