হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, চালক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মো. তারেক (৪০) নামে এক চালক দগ্ধ হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) রাতে নগরীর খুলশী থানা ও আকবরশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, খুলশী থানাধীন দামপাড়ায় কাউন্টারের সামনে রিলাক্স পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। বাসটি রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ চালকের পাশে জানালা দিয়ে একটি জ্বলন্ত মশাল ছুড়ে মারা হয়। আগুনে চালক দগ্ধ হয়েছেন। তবে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

পঙ্কজ দত্ত বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, দুই যুবক বাইকে এসে মশাল ছুড়ে মেরে দ্রুত চলে যায়।’

এদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাত সাড়ে ৯টায় নগরের আকবর শাহ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

উল্লেখ্য, নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১