হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, চালক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মো. তারেক (৪০) নামে এক চালক দগ্ধ হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) রাতে নগরীর খুলশী থানা ও আকবরশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, খুলশী থানাধীন দামপাড়ায় কাউন্টারের সামনে রিলাক্স পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। বাসটি রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ চালকের পাশে জানালা দিয়ে একটি জ্বলন্ত মশাল ছুড়ে মারা হয়। আগুনে চালক দগ্ধ হয়েছেন। তবে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

পঙ্কজ দত্ত বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, দুই যুবক বাইকে এসে মশাল ছুড়ে মেরে দ্রুত চলে যায়।’

এদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাত সাড়ে ৯টায় নগরের আকবর শাহ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

উল্লেখ্য, নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত