হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় ১২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় কাপড়সহ গ্রেপ্তার ৩

হোমনা প্রতিনিধি

হোমনায় ২৮ বস্তা (১০২৪ পিছ) ভারতীয় শাড়িসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হোমনা থানা-পুলিশ। এ সময় অবৈধ কাপড় বহনকারী একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। আজ শুক্রবার ভোর চারটার দিকে তাদের শাড়িসহ গ্রেপ্তার কো হয়। পুলিশ জানায় উদ্ধার করা কাপড়ের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ৮০ হাজার টাকা। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোমনা থানার এস আই আশিকুল ইসলামের নেতৃত্বে থানা-পুলিশের একটি দল উপজেলার ঘারমোড়া-নিলখী-বাবরকান্দি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এসব অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিছসহ ৩ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণ পাড়া উপজেলার সাং টাকাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মো. রুবেল (২২), মুরাদনগর উপজেলার সাং মঞ্জুর গ্রামের কালু মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৬) এবং বুড়িচং উপজেলার সাং বুড়িচং সদরের আবদুল মতিনের ছেলে সুমন মিয়া (২৬)।

হোমনা থানার এস আই আশিকুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা চোরাকারবারির সঙ্গে যুক্ত। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পরের যোগসাজশে তারা অবৈধ ভারতীয়, শাড়ি, থ্রি-পিছ হোমনা, মুরাদনগর, মেঘনা ও তিতাস উপজেলাসহ আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। আজ ভোরে গোপন সংবাদের মাধ্যমে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ