চট্টগ্রামে ২৭ বছর আগের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন সিইপিজেড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন–চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকার পর্যুত রক্ষিত ওরফে অজয় রক্ষিত (৪৮)। র্যাব-৭ এর মুখপাত্র সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার আজ সোমবার এই তথ্য জানান।
মো. নূরুল আবছার বলেন, ১৯৯৭ সালে চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় একটি হত্যা মামলার আসামি অজয় রক্ষিত। ওই হত্যা মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন সাজা দিয়ে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিলেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেপ্তার এড়াতে ২৭ বছর ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।