চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ফরেনসিক বিভাগের দুই কর্মচারীর মারামারিতে আহত একজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মোহাম্মদ ইলিয়াছ (৪৭)। তিনি ফরেনসিক বিভাগের অফিস সহায়ক ছিলেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গতকাল রোববার বিকেলে ফরেনসিক বিভাগের পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথ (৪৩) কথা-কাটাকাটির একপর্যায়ে ইলিয়াসের মাথায় ঘুষি মারেন। তাতে ইলিয়াস পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সমীরণকে গ্রেপ্তার করা হয়েছে।
চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, দুজনই সরকারি কর্মচারী। তাঁরা মর্গে কাজ করেন। গতকাল রোববার কথা-কাটাকাটির একপর্যায়ে দুজন মারামারিতে জড়িয়ে পড়েন। তাতে গুরুতর আহত হয়ে একজনের মৃত্যু হয়।