কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী নুরুল হক চৌধুরী (৬০) ইন্তেকাল করেছেন। তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চট্টগ্রাম নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুল হক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুল হক বলেন, হঠাৎ অসুস্থতা অনুভব করলে নুরুল হক চৌধুরীকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে।