হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কুমিল্লা থেকে চট্টগ্রাম নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লার বিশ্বরোডের আলেখার চর মায়ামী হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে যুবদলের সভাপতিকে কুমিল্লায় গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। তারপর সকালে তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়। গত সোমবারের সংঘর্ষের ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।’

এই ঘটনায় ২৪ জন ও মামলা হওয়ার পর একজনসহ এখন পর্যন্ত ২৫ জনকে চার মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

মোশারফ হোসেন দিপ্তীর মেয়ে মার্জিয়া জাবিন বলেন, ‘বুধবার উচ্চ আদালতে একটি মামলায় তার হাজিরা দেওয়ার কথা ছিল। সে জন্য মঙ্গলবার তিনি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।’

গত ১৬ জানুয়ারি বিদ্যুতের মূল্য বাড়ানোর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করছিল নগর বিএনপি। এ সময়ে নগরের কাজীর দেউড়ি মোড়ে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয় এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয়ের ১৩শ জনকে আসামি করে চারটি মামলা দায়ের করা হয়েছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী