হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে খালের মুখ বন্ধ করে স্থাপনা, গুঁড়িয়ে দিল প্রশাসন 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটায় বাদামতল খালের মুখে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদে টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাদামতল এলাকার নদী পাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, একই এলাকার সিমুজু কোম্পানি ও কন্টিনেন্টাল মেরিন ফিশারিজ লিমিটেড নামের এ দুটি প্রতিষ্ঠান প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে খালের মুখ দখল করে স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রাখে। এতে স্থানীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ দখলদারের কাছ থেকে খালটি উদ্ধার করে। ভেঙে ফেলা হয় স্থাপনাগুলো।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীর পানি চলাচলের খালের মুখে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা। উচ্ছেদ অভিযান চালিয়ে পুরোনো রূপে ফিরিয়ে আনা হয় খালটিকে।

এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫