হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে খালের মুখ বন্ধ করে স্থাপনা, গুঁড়িয়ে দিল প্রশাসন 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটায় বাদামতল খালের মুখে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদে টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাদামতল এলাকার নদী পাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, একই এলাকার সিমুজু কোম্পানি ও কন্টিনেন্টাল মেরিন ফিশারিজ লিমিটেড নামের এ দুটি প্রতিষ্ঠান প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে খালের মুখ দখল করে স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রাখে। এতে স্থানীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ দখলদারের কাছ থেকে খালটি উদ্ধার করে। ভেঙে ফেলা হয় স্থাপনাগুলো।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীর পানি চলাচলের খালের মুখে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা। উচ্ছেদ অভিযান চালিয়ে পুরোনো রূপে ফিরিয়ে আনা হয় খালটিকে।

এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে