হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে খালের মুখ বন্ধ করে স্থাপনা, গুঁড়িয়ে দিল প্রশাসন 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটায় বাদামতল খালের মুখে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদে টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাদামতল এলাকার নদী পাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, একই এলাকার সিমুজু কোম্পানি ও কন্টিনেন্টাল মেরিন ফিশারিজ লিমিটেড নামের এ দুটি প্রতিষ্ঠান প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে খালের মুখ দখল করে স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রাখে। এতে স্থানীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ দখলদারের কাছ থেকে খালটি উদ্ধার করে। ভেঙে ফেলা হয় স্থাপনাগুলো।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীর পানি চলাচলের খালের মুখে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা। উচ্ছেদ অভিযান চালিয়ে পুরোনো রূপে ফিরিয়ে আনা হয় খালটিকে।

এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের