হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে খালের মুখ বন্ধ করে স্থাপনা, গুঁড়িয়ে দিল প্রশাসন 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটায় বাদামতল খালের মুখে অবৈধ স্থাপনা ও দখলদার উচ্ছেদে টানা ৫ ঘণ্টা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের বাদামতল এলাকার নদী পাড়ে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসন ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, একই এলাকার সিমুজু কোম্পানি ও কন্টিনেন্টাল মেরিন ফিশারিজ লিমিটেড নামের এ দুটি প্রতিষ্ঠান প্রভাব খাঁটিয়ে দীর্ঘদিন ধরে খালের মুখ দখল করে স্থাপনা নির্মাণ করে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ রাখে। এতে স্থানীয়রা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অবৈধ দখলদারের কাছ থেকে খালটি উদ্ধার করে। ভেঙে ফেলা হয় স্থাপনাগুলো।

কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী বলেন, ‘কর্ণফুলী নদীর পানি চলাচলের খালের মুখে গড়ে তোলা হয়েছিল বিভিন্ন স্থাপনা। উচ্ছেদ অভিযান চালিয়ে পুরোনো রূপে ফিরিয়ে আনা হয় খালটিকে।

এসব প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া অবৈধ দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী