হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে দুই নির্মাণশ্রমিকের লাশ উদ্ধার, বজ্রপাতে মৃত্যু বলে ধারণা

প্রতিনিধি

চট্টগ্রাম: জেলার বরৈয়া গ্রামে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের বিল থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তারা বজ্রপাতে মারা গেছেন। নিহতরা হলেন–বটতলী ইউনিয়নের বরৈয়া গ্রামের মৃত অছি মিয়ার ছেলে মো. ইলিয়াছ (৪৫) ও একই এলাকার আজিজুর রহমানের ছেলে আবুল কাশেম (৪০)। গতকাল রোববার দিবাগত রাতে তাদের উদ্ধার করে পুলিশ।

ইলিয়াছের স্ত্রী আনোয়ারা বেগম জানান, তার স্বামী পেশায় রাজমিস্ত্রি। গতকাল সকালে আবুল কাশেমকে নিয়ে গহিরা বার–আউলিয়া এলাকায় কাজ করতে বেরিয়ে যান। সন্ধ্যায় স্ত্রীকে ফোন করে বলেন তাঁরা বাড়িতে ফিরছেন, কাছাকাছি আছেন। তখনই ঝড়–বৃষ্টি শুরু হয়। অনেক পরেও ইলিয়াছ বাড়ি না ফেরায় তাঁকে ফোনে কল করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়। পরে বড় ছেলে মো. সুমন (১৭) বাবাকে খুঁজতে বের হলে বাড়ির পাশের বিলের মাঝে দুজনের নিথর দেহ পড়ে থাকতে দেখে। দ্রুত বাড়ি এসে জানালে পরিবারের লোকজন পুলিশে খবর দেন। রাতেই পুলিশ তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইলিয়াছের ছেলে সুমন জানায়, তার বাবার শরীরে বিভিন্ন অংশ পুড়ে গেছে। নিহত কাশেমের স্ত্রী জুলেহা বেগম বলেন, তার স্বামী রাজমিস্ত্রির হেলপারের কাজ করতেন। অভাব অনটনের সংসারে দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে এখন অন্ধকার দেখছেন।

চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আনোয়ারা মো. হুমায়ূন কবির জানান, গতকাল সন্ধ্যায় কোনো এক সময় বজ্রপাতে ইলিয়াছ ও কাশেম নামে দুই শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। দুজনের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১