হোম > সারা দেশ > চট্টগ্রাম

ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা: বাঁশখালী পৌর কাউন্সিলরের ৩ বছরের সাজা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা করায় নৌকার সমর্থক পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুরকে (৩৯) তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম ১৬ (বাঁশখালী) নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী এই আদেশ দেন।

গতকাল রোববার দুপুরে ভোটগ্রহণকালীন দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা করেন আব্দুল গফুর। এ অপরাধে জনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ৮১ অনুচ্ছেদ আইন অনুযায়ী গফুরের তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট গ্রহণকালীন ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গফুর ভোটকেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পুলিশের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়।’

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যৌথ বেঞ্চ আব্দুল গফুরকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন।’

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট

শিক্ষককে হেনস্তার পর টেনেহিঁচড়ে প্রক্টর অফিসে নিয়ে গেলেন চাকসুর শিবির নেতারা

প্রভাবশালী ব্যবসায়ী থেকে ঋণখেলাপি, ৫০ বছরের বন্ধুত্বে ফাটল