কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ২৮ জুলাই শুক্রবার বেলা ২টায় সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়ে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) বরাবর আবেদন করেছে মহানগর জামায়াত। আজ সোমবার বিকেলে অনুমতি চেয়ে আবেদনপত্রটি জমা দেন জামায়াত নেতারা।
শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে সহযোগিতা চেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার বরাবর কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মোশারফ হোসাইন স্বাক্ষরিত লিখিত আবেদনপত্রটি জমা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মো. মোশারফ হোসাইন বলেন, ‘আমাদের আবেদনপত্রটি জমা দেওয়া হয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এ বিষয়ে আমাদের পরে জানানো হবে।’
এ সময় কুমিল্লা বারের নির্বাচিত সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদউল্লাহ, অ্যাডভোকেট বদিউল আলম সুজন, মনির হোসেন পাটোয়ারী, ইব্রাহীম মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, কারাগারে আটক জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও শীর্ষ নেতৃবৃন্দসহ আটক ওলামায়ে-কেরামের মুক্তি, দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরে তা মানুষের ক্রয় ক্ষমতায় নিয়ে আসার দাবিতে তাঁরা এ কর্মসূচি পালন করতে চান। সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে অনুমতি প্রদানসহ কুমিল্লার পুলিশ প্রশাসনের সহযোগিতা চান তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মো. মতিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াত সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়ে একটি আবেদনপত্র জমা দিয়েছে। এ বিষয়ে আমরা তাদের পরে জানাব বলেছি।’