হোম > সারা দেশ > চট্টগ্রাম

কর্ণফুলীতে ফের বন্য হাতির তাণ্ডব, ৩ বাড়ি ভাঙচুর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির আক্রমণে দুজন আহত হওয়ার চার দিন পর ফের তাণ্ডব চালিয়েছে বন্য হাতির একটি দল। এতে তিনটি বসত বাড়ি ভাঙচুর ও জমির ফসল নষ্ট হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার বড়উঠান ইউনিয়নে বন্য হাতির একটি দল এই তাণ্ডব চালায়। 

বড়উঠান ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাজ্জাদ খান সুমন জানান, কয়েক বছর ধরে কেইপিজেডের পাহাড়ে অবস্থান নেওয়া বন্য হাতির দলটি দিনের কেইপিজেডের লেকের পানি বা পাহাড়ে থাকলেও সন্ধ্যার পর ছুটে আসে লোকালয়ে। খাবারের খোঁজে আসা হাতিগুলো কৃষকের ধান, বিভিন্ন ফসল খেত নষ্টসহ বসত বাড়ি ভাঙচুর চালায়। আজ ভোরে বড়উঠানের দলিবাপের বাড়ির মোহাম্মদ হাশেম, আবদুল মান্নান ও নাজিম উদ্দিনের ঘর ভাঙচুর ও নষ্ট করে ফসলি ধান। 

তিনি জানান, প্রতি রাতের আক্রমণ প্রতিহত করার চেষ্টাও করে স্থানীয়রা। কিন্তু বন্য হাতির এ তাণ্ডব নতুন নয়। প্রায় সময় গ্রামে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি সাধন করে। খাবারের খোঁজে পাহাড় থেকে লোকালয়ে আসে হাতি গুলো।  হাতির ভয়ে এখন রাতের ঘুম উড়ে গেছে আমাদের। এ বিষয়ে বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। 

ক্ষতিগ্রস্ত মোহাম্মদ হাশেম জানান, হাতির দলটি ঘরে ভাঙচুর চালিয়ে কেইপিজেডের পাহাড়ের দিকে চলে যায়। 

সচেতন নাগরিক ইমরান এমি জানান, বনভূমি ও পাহাড় কেটে উজাড় করার ফলে বন্য হাতি খাবারের সন্ধানে লোকালয়ে এসে পড়েছে। বন্য হাতি ও পাহাড় বাঁচলে মানুষ বাঁচবে। তাই পাহাড় খেকোদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিরাপদ আবাসস্থল ও খাদ্য থাকলে হাতি লোকালয়ে আসত না। কেইপিজেডের পাহাড়ে অবস্থান নেওয়া বন্য হাতির দলটি দিনের কেইপিজেডের লেকের পানি বা পাহাড়ে থাকলেও সন্ধ্যার পর খাবারের খোঁজে চলে আসে লোকালয়ে। রাতভর হাতিগুলো তাণ্ডব চালায়। এতে কৃষকের ধান, বিভিন্ন ফসল খেত নষ্টসহ বসত বাড়ি ভাঙচুরসহ এলাকাবাসীরা থাকেন আতঙ্কে। 

কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা বলেন, পাহাড়ে অবস্থান নেওয়া হাতিগুলোর বিষয়ে বন বিভাগ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার ওই এলাকায় হাতির তাণ্ডবে দুই যুবক আহত হয়। এ ছাড়াও বেশ কিছু ঘর বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ