হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতা সোহরাব হত্যার বিচার দাবি

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্রদল নেতা সোহরাব হোসেন (২৭) হত্যার বিচার দাবি করেছেন এলাকাবাসী।

আজ শুক্রবার বিকেলে চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামে জামে মসজিদের পাশে এক মানববন্ধন করে এই দাবি জানানো হয়। এতে ইউনিয়নের শত শত মানুষ অংশ নেন। তাঁরা এ সময় ‘ফাঁসি চাই, ফাঁসি চাই’ বলে স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ জজ মিয়া, ইউপি সদস্য শাহ আলম আল আমিন মিয়া, সুজন মিয়া, মোক্তার হোসেন, জাবেদ মিয়া, মঈন উদ্দিন, শফিক মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বিচার সুনিশ্চিত করতে হবে। হত্যাকারীরা এখনো বাইরে থেকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। তাঁরা গ্রামের আশপাশে আত্মগোপনে রয়েছেন।

৫ জুলাই চাতলপাড় বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোহরাব হোসেন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। নিহত সোহরাব চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহসাধারণ সম্পাদক। তিনি কাঁঠালকান্দি গ্রামের চান মিয়ার ছেলে।

এ ঘটনায় সোহরাবের ভাই মো. মোজাহিদ মিয়া বাদী হয়ে ৮ জুলাই ৫০ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে নাসিরনগর থানায় হত্যা মামলা করেন।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, আসামিদের ধরার চেষ্টা চলছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী