হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় খালে মাছ ধরার জাল পাতা নিয়ে বিরোধের জেরে আবদুর শুক্কুর হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান মামলার এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী হাফেজ আহম্মদ রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নুরুল আবছার, মো. রফিক, মো. সোলায়মান, আহাম্মদ ও মো. ইলিয়াস। মামলা থেকে খালাস পাওয়া তিনজন হলেন আব্দুল কুদ্দুস, মো. এনাম ও মো. আনোয়ার। তাঁরা আনোয়ারা উপজেলার চাতরি ইউনিয়নের বাসিন্দা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রফিক পলাতক। অন্য চারজন রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে পলাতক রফিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

জানা গেছে, ২০১১ সালের ১৯ আগস্ট রাতে আনোয়ারার চাতরি ইউনিয়নের পশ্চিম সিংহরা গ্রামের বাসিন্দা আবদুর শুক্কুরকে (৫৫) খুন করা হয়। দুই দিন পর তাঁর লাশ বাড়ির কাছে মুরগির খামারের পাশে ধানখেতে পাওয়া যায়। এ ঘটনায় তাঁর ছেলে মিজান বাদী হয়ে সাতজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, বাড়ির কাছে খালে মাছের জাল পাতা নিয়ে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে আবদুর শুক্কুরের ঝগড়া হয়। এরপর তিনি বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়েন। রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে ফোনকল পেয়ে তিনি বাইরে বের হন। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর লাশ অদূরে ধানের জমিতে ফেলে দেওয়া হয়। দুই দিন পর ধানের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলার তদন্ত শেষে ২০১১ সালের ২৮ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে আটজনকে আসামি করা হয়।

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের