হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে বাড়ির মালিক ও এক সুইপারের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে রায়পুর উপজেলার পশ্চিম রাখালিয়া এলাকায় এই ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহতদের মধ্যে বাড়ির মালিকের নাম রিয়াদ হোসেন। সুইপারের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যার আগে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির পাটোয়ারী ভিলার একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন এক সুইপার। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ তাঁকে উদ্ধার করতে গেলে তিনিও নিচে পড়ে যান। এতে দুজনেরই মৃত্যু হয়। পরে রাতে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দুজনকে মৃত উদ্ধার করে। 

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল মান্নান বলেন, ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাঁদের মৃত্যু হয়েছে। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে বাইরে থেকে সেপটিক ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫