হোম > সারা দেশ > চট্টগ্রাম

অধ্যাপক সিরাজুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে করা মামলা খারিজ

আদালত প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি প্রকাশনার প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা খারিজ করেছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজা এ আদেশ দেন। মামলার অপর দুই অভিযুক্ত হলেন বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও লেখক নেছার আহমেদ।

১৯ অক্টোবর একই আদালতে মামলাটি করার পর আদালত আজ রোববার আদেশের দিন ধার্য করেন।

মামলার বাদী চট্টগ্রাম নগরের আগ্রাবাদ মোল্লাপাড়ার নাজিম উদ্দীন সুজন (৬০) রোববার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে মামলাটি নট প্রেস করার আবেদন জানালে মামলাটি খারিজ করা হয়।

বাদীর আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বাদী মামলা চালাতে অনীহা প্রকাশ করেছেন, তাই মামলাটি নট প্রেস করা হয়েছে। 

অভিযোগে বলা হয়, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকীতে 'জাতির পিতা' নামে একটি পুস্তক প্রকাশিত হয়। এতে 'শেখ মুজিবের গোপন শত্রু' নামে প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমাননার অভিযোগে মামলাটি করা হয়। প্রবন্ধটির লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। অভিযোগে বলা হয়, অধ্যাপক সিরাজুল ইসলামের প্রবন্ধে বলা হয়, 'নৈতিক পতনই তার দৈহিক পতন ডেকে আনে।' এ ছাড়া প্রবন্ধের একাধিক লাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বাদী রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আদালতের আশ্রয় নিয়েছেন বলে উল্লেখ করা হয়। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১