হোম > সারা দেশ > রাঙ্গামাটি

খামারে কুকুরের আক্রমণে ৬ ভেড়া নিহত

বাঘাইছড়ি, প্রতিনিধি

রাঙামাটির একটি ভেড়ার খামারে একদল কুকুরের হামলায় ছয়টি ভেড়ার মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাঘাইছড়ি পৌরসভার মধ্যমপাড়া এলাকায় কামাল হোসেনের খামারে ঘটনাটি ঘটে। এই ঘটনায় বেশ কিছু ভেড়া মারাত্মকভাবে আহত হয়। 

খামারি কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার রাতেও খামারের পাশে নিজের রুমে ঘুমিয়ে যান তিনি। ভোররাতে খামার থেকে ভেড়ার চিৎকারে বের হয়ে দেখেন ৮ থেকে ১০টি কুকুর তার ভেড়াগুলোকে ঘিরে ধরে কামড়াচ্ছে। 

এ সময় কুকুরগুলোকে তাড়াতে গেলে তার দিকেও তেড়ে আসে বলে জানান তিনি। পরবর্তীতে তার চিৎকারে এলাকাবাসী হাজির হলে তাদের সহযোগিতায় কুকুরগুলোকে তাড়ানো সম্ভব হয়। পরে স্থানীয় ভেটেরিনারি চিকিৎসক নুর আলম খামার পরিদর্শন করে আহত ভেড়াগুলোকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। 

খামারি কামাল হোসেন আরও জানান, তার খামারে ৩০টি ভেড়া রয়েছে। এর মধ্যে কুকুরের কামড়ে ছয়টি ভেড়ার মৃত্যু হয়েছে এবং ৫ থেকে ৬টি ভেড়া মারাত্মকভাবে আহত হয়েছে। সব মিলিয়ে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। 

বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র হুসেন কাউন্সিলর বলেন, কিছুদিন ধরে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েছে অনেক লোকজনকেও কামড়ে আহত করেছে। এখন সময় এসেছে এসব বেওয়ারিশ কুকুরের বিষয়ে ব্যবস্থা নেওয়ার। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ