হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে স্বামীর ‘আত্মহত্যা’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। 

আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত শাকিল খান (২৫) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার বেলাল হোসেনের ছেলে। 

বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিদারুল আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইউপি সদস্য জানান, কয়েক বছর আগে পশ্চিম লালানগর এলাকার আনিকাকে বিয়ে করেন শাকিল। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু কন্যাসন্তানের জন্মের পর থেকে শাকিল ও আনিকার মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সামাজিক বৈঠক পর্যন্ত গড়ায়। বৈঠকে সমাধান হয়নি। একপর্যায়ে আনিকা তার বাপের বাড়িতে চলে যান। শাকিল স্ত্রীকে বাড়িতে ফেরানোর চেষ্টা করেন। 

ইউপি সদস্য আরও জানান, গত শনিবার বিকেলে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজ বাড়িতে আনতে চেষ্টা করেন শাকিল। কিন্তু স্ত্রী নাকচ করলে শাকিল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে চলে যান। সেখানে একটি দোকান থেকে কীটনাশক কিনে তা পান করেন। ঘটনার কিছুক্ষণ পর শাকিলকে ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক পানে যুবকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী