হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে স্বামীর ‘আত্মহত্যা’

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্ত্রীর সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পরিবারের। 

আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত শাকিল খান (২৫) উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর এলাকার বেলাল হোসেনের ছেলে। 

বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দিদারুল আলম সিদ্দিকী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইউপি সদস্য জানান, কয়েক বছর আগে পশ্চিম লালানগর এলাকার আনিকাকে বিয়ে করেন শাকিল। বিয়ের পর তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু কন্যাসন্তানের জন্মের পর থেকে শাকিল ও আনিকার মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সামাজিক বৈঠক পর্যন্ত গড়ায়। বৈঠকে সমাধান হয়নি। একপর্যায়ে আনিকা তার বাপের বাড়িতে চলে যান। শাকিল স্ত্রীকে বাড়িতে ফেরানোর চেষ্টা করেন। 

ইউপি সদস্য আরও জানান, গত শনিবার বিকেলে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে বুঝিয়ে নিজ বাড়িতে আনতে চেষ্টা করেন শাকিল। কিন্তু স্ত্রী নাকচ করলে শাকিল শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে স্থানীয় বাজারে চলে যান। সেখানে একটি দোকান থেকে কীটনাশক কিনে তা পান করেন। ঘটনার কিছুক্ষণ পর শাকিলকে ছটফট করতে দেখে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়। 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, স্ত্রীর ওপর অভিমান করে কীটনাশক পানে যুবকের আত্মহত্যার বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫