চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে পানির স্রোতে ভেসে গেছেন নানি ও নাতি। আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিয়ালবুক্কা গ্রামের শিয়ালবুক্কা খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজের পর থেকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার হয়নি নিখোঁজ নানি-নাতি।
তাঁরা দুজন হলেন রোকেয়া বেগম (৫০) এবং তাঁর নাতি মোহাম্মদ ইসমাঈল (৮)। রোকেয়া বেগম শিয়ালবুক্কা গ্রামের আবদুল জলিলের স্ত্রী। অন্যদিকে তাঁর নাতির বাড়ি পার্বত্য এলাকার মাইনীতে হলেও থাকে নানার বাড়িতে। তার বারার নাম মোহাম্মদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামের খালের অপর পাড়ে খিলাটিলা নামক জায়গায় রোকেয়া বেগমের খামার রয়েছে। সেখানে তাঁর গৃহপালিত গরুকে কুকুর আক্রমণ করেছে এমন খবরে নাতি ও তাঁর এক প্রতিবেশীসহ খামারে যাচ্ছিলেন। যাওয়ার পথে তীব্র বৃষ্টি উপেক্ষা করে শিয়ালবুক্কা খাল হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তাঁরা। এ সময় বৃষ্টিতে পাহাড়ি ঢলে খালের তীব্র স্রোতের কবলে পড়েন তিনজনই। একজন কোনো রকম উঠে আসতে পারলেও নানি-নাতি স্রোতের টানে ভেসে যান। নিখোঁজের পর থেকে তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।