হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণবদলি: ৯২ চিকিৎসকের তালিকা মন্ত্রণালয়ে ফেরত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলির আদেশ পুনরায় যাচাইয়ের জন্য ৯২ চিকিৎসকের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েছে কর্তৃপক্ষ। এই তালিকায় তিন ক্যাটাগরির চিকিৎসকদের নাম রয়েছে। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আকতার।

ডা. সাহেনা আকতার জানান, এ তালিকায় পিসিআর ল্যাবের ৭ জন, করোনা চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত ৬৭ জন ও মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রমে জড়িত আরও ১৮ জন চিকিৎসকের নাম রয়েছে।

অধ্যক্ষ আরও জানান, সব মিলিয়ে ৯২ জন চিকিৎসকের তথ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে তাঁদের মধ্যে কারা চূড়ান্ত হবে সেটি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার তথ্যগত অপ্রতুলতা দেখিয়ে চিকিৎসকদের গণবদলি বাস্তবায়ন স্থগিত রাখতে আদেশ দেয় মন্ত্রণালয়। পরে আগামী ৮ জুলাইয়ের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখ করে তিন ক্যাটাগরির চিকিৎসকদের তালিকা মন্ত্রণালয়ের মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন প্রান্তে জরুরি করোনা সেবা নিশ্চিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ও হাসপাতাল থেকে এক সঙ্গে ১৫৬ জন চিকিৎসককে বদলির আদেশ দেওয়া হয়েছিল।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল