হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করায় ধ্বংসের পথে বিএনপি: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, ‘শুধু রাজনীতি করলে হবে না, নীতি নৈতিকতা ও মূল্যবোধ থাকতে হবে। ইসলাম কঠিন কোনো ধর্ম নয়, রাসুল সা. ইসলামকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। বিএনপি ধর্মকে রাজনীতি হিসেবে ব্যবহার করেছে, তাই তারা আজ ধ্বংসের পথে। মানুষের সেবার মাধ্যমে ধর্ম ও রাজনীতি দুটোই রয়েছে।’ 

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউনিয়নের আইমঙ্গল এলাকার মাজরপাড়া জামে মসজিদে জুম্মার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দ্যেশে এসব কথা বলেন ভূমিমন্ত্রী। 

সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘একসময় বিএনপি বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় এলে মসজিদ থাকবে না, অথচ আওয়ামী লীগ সরকারই সারা দেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছে। আমি প্রতিটি এলাকায় মসজিদে-মসজিদে জুমার নামাজ আদায় করেছি বিগত ১০-১২ বছর ধরে। আপনাদের সুখ দুঃখের সঙ্গী হতে চেয়েছি আমার বাবার মতো করে।’ 

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, ‘আপনাদের ভালোবাসা নিয়ে আজীবন বেঁচে থাকতে চাই। বাবার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি আমি। আনোয়ারা-কর্ণফুলীতে বিগত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নের মূল্যায়ন করার সুযোগ এসেছে। সিদ্ধান্ত আপনাদের ওপর ছেড়ে দিলাম।’ 

দেশের সাংবিধানিক নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হতে চলেছে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, ‘এই নির্বাচন প্রক্রিয়া শেষ করবে নির্বাচন কমিশন। জনগণ যাদের ভোট দেবে তারাই সরকার গঠন করবেন। এতে আমি নির্বাচিত না হলেও আপনাদের পাশে থাকব।’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মন্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামশুল ইসলাম চৌধুরী, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সগীর আজাদ, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, আবদুল মালেক, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক আবু হানিফ প্রমুখ।

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন