হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণ মামলার ৪ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ মামলার চার আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন চট্টগ্রামের একটি আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমদ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযুক্ত আসামিরা হলেন উপজেলার ইলশা গ্রামের কাজী শহীদুল ইসলাম (২৫), মো. জোবাইর (২৩), মো. আজম (২৫) ও মো. তৌহিদ (৩০)।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১১ জুলাই উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে ভুক্তভোগী কিশোরী মামলা করার জন্য থানায় গেলে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। এ ছাড়া ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেয়।

মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে রয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ও জেলা ও দায়রা জজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত সরকারি কৌঁসুলি নাছির উদ্দিন।

নাছির উদ্দিন বলেন, ‘স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ এবং মামলা করলে ধর্ষকেরা বাদীকে মেরে ফেলার হুমকি দেওয়ার বিষয়টি পত্রিকায় সংবাদ দেখে আমি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, চট্টগ্রামে ছয়জনকে আসামি করে মামলা করি। আদালত অভিযোগ তদন্ত করে পুলিশের তদন্ত ব্যুরো (পিবিআই) চট্টগ্রামকে আদেশ দেন। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আজ (বৃহস্পতিবার) চারজন ধর্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বিজ্ঞ আদালত।’

চসিকের ময়লাবাহী ট্রাকের ধাক্কায় কনস্টেবল নিহত

আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু

জমিয়তের কেন্দ্রীয় দুই নেতাকে দল থেকে বহিষ্কার

একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, ‘এ’ ইউনিটের পরীক্ষা আজ

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা