হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে মুহুরী নদীর পানি বিপৎসীমার ওপরে, বাঁধের ৭ স্থানে ভাঙন

ফেনী প্রতিনিধি

ফেনীতে মুহুরী নদীর বাঁধের ৭ স্থানে ভাঙন। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টিতে ফেনী শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। গত ২৪ ঘণ্টায় (সোমবার সন্ধ্যা ৬টা থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত) জেলায় ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এটি চলতি বছরে দেশে এক দিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃষ্টিতে শহরের এসএসকে সড়ক, রামপুর শাহীন একাডেমি, পাঠানবাড়ি, নাজির রোড, পেট্রোবাংলাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোমর সমান পানি জমেছে অনেক সড়কে। এতে চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।

এদিকে পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি দ্রুত বাড়ছে। আজ রাত ৮টা ২০ মিনিটে মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

ফেনীতে মুহুরী নদীর বাঁধের ৭ স্থানে ভাঙন। ছবি: আজকের পত্রিকা

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফেনী বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. আকতার হোসেন মজুমদার জানান, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নিম্নাঞ্চলের অনেক জায়গা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। মুহুরী নদীর বাঁধ ফুলগাজীর জঙ্গলঘোনা (দুটি স্থান), সাহেবনগর, দেড়পাড়া, গদানগরসহ অন্তত সাতটি স্থানে ভাঙন দেখা দিয়েছে।

ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার অনুরোধ করছি। যেকোনো জরুরি সহায়তার জন্য জেলা প্রশাসকের হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ