হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে জেলার শশীদলের নারায়ণপুর এলাকা দিয়ে সীমান্তা পার হওয়ার সময় তাঁদের আটক করে বিজিবির সুলতানপুর ব্যাটালিয়ন।

আজ বিকেলে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার এই তথ্য জানিয়েছেন।

আটক ব্যক্তিরা হলেন, মানব চোরাচালানকারী সদস্য মো. আপন মিয়া (২২), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতকবাজার এলাকার মো. বজলুল আমিন (২০), একই এলাকার মো. মামুন মিয়া (১৯) ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মো. তারিকুল ইসলাম (২২)।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়া সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) শশীদল বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল। এ সময় সীমান্ত পিলার ২০৫৮/এম থেকে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারায়ণপুর নামক স্থান থেকে তাঁদের আটক করা হয়।

বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আটক ব্যক্তিদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। ভারতে অনুপ্রবেশের চেষ্টার দায়ে আইনগত ব্যবস্থা নিতে তাঁদের ব্রাহ্মণপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ