হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-কাপড় জব্দ, আটক ১ 

ফেনী প্রতিনিধি

ফেনীতে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিসসহ কাভার্ডভ্যানের চালক মো. শাহ আলম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব। গতকাল রোববার বিকেলে ফেনীর হাসপাতাল মোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় শাড়ি বহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। 

আটককৃত শাহ আলম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বিজয়করা এলাকার আবদুল জলিলের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ও চোরাচালানকারী। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা জানতে পারেন চোরাকারবারিরা বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি-কাপড় একটি কাভার্ডভ্যানে করে ফেনীর সীমান্তবর্তী ফুলগাজী থানা এলাকা থেকে চট্টগ্রামের দিকে নিয়ে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কের ফেনীর হাসপাতাল মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৪২টি পাটের বস্তা ও ৪টি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ২ হাজার ৮৮০ পিস ভারতীয় সিল্ক শাড়ি, ২৩৫ পিস ভারতীয় লেহেঙ্গা ও ১০০ পিস থ্রিপিস উদ্ধার করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যান চালক মো. শাহ আলমকে আটক করা হয়। 

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে সুকৌশলে ভারতীয় মালামালগুলো সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা হচ্ছে। পরে সেগুলো দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন তাঁরা। জব্দকৃত ভারতীয় মালামালের আনুমানিক মূল্য ৮৮ লাখ ১০ হাজার টাকা।’ 

মোহাম্মদ সাদেকুল ইসলাম আরও বলেন, ‘পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামি ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।’ 

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ